মনিরুল ইসলাম ১০ জুন, ১৯৬৫ তে ঢাকায় জন্ম। পেশায় চিকিৎসক। ছাত্রাবস্থাতেই প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত হন। পরবর্তীতে বাঙলাদেশ লেখক শিবির-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। জড়িয়ে পড়েন চিন্তা জগতের বানা। নানা বিতর্কের সাথে। সেই সূত্রেই লেখালেখির শুরু। প্রায় সব লেখাই প্রকাশিত হয়েছে ছোট কাগজে। আগ্রহের বিষয় বিজ্ঞানের দর্শন, জৈববিবর্তনবাদ এবং বিভিন্ন সামাজিক সমস্যার জীবতাত্ত্বিক ভিত্তি। তাঁর প্রকাশিত দু'টি গ্রন্থের নাম:
জৈববিবর্তনবাদ: দেড়শ' বছরের দ্বন্দ্ব বিরোধ (এপ্রিল ২০০৭) এবং বিজ্ঞানের মৌলবাদী ব্যবহার (বইমেলা ২০০৮)।