জন্ম চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হারলা গ্রামে। অর্থনীতিতে পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কাজ করেন আর্থসামাজিক গবেষণার নানান ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশের গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের অবস্থা জানা এবং পরিবর্তনের জন্য নীতিনির্ধারণী গবেষণা ও লেখালেখিই তাঁর কাজের প্রধান জায়গা।
নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য-সম্পদ, তাঁত শিল্প, গার্মেন্টস শিল্প ও শ্রমিক, জনসংখ্যা এবং অন্যান্য উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে দীর্ঘ প্রায় তিন দশক কাজ করে চলেছেন। জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে পরিচালিত কার্যক্রমের মারাত্মক কুফল ও নারী স্বাস্থ্যের ওপর এর ক্ষতির প্রভাব নিয়ে লেখালিখি এবং প্রতিকার আন্দোলনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে সুপরিচিত।
বাংলাদেশের নারী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত, সম্মিলিত নারী সমাজ-এর সদস্য। এছাড়াও তিনি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পর্যায়ে দুটি সংগঠন South Asia Network for Resistance against Traffiking in women and children ও South Aisa Network on Food Ecology and Culture (SANFE)-এর সদস্য এবং নারী স্বাস্থ্যের ওপর প্রজনন প্রযুক্তির ক্ষতিকর প্রভাব নিয়ে সোচ্চার সংগঠন FINRRAGE (Feminist International Network for Research Against Reproductive and Genetic Engineering)-এর সঙ্গে শুরু থেকেই সংশ্লিষ্ট। বর্তমানে উবিনীগ-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে আছে : নারী ও গাছ : কৈজুরী গ্রামের নারী ও গাছের কথা; ‘জনসংখ্যা প্রসঙ্গ : কৈজুরী গ্রামের নারী ও গাছের কথা; ‘জনসংখ্যা প্রসঙ্গ’; Violence of Population Control; Resisting Norplant : Women's Struggle in Bangladesh Against Coercion and Violence; Depopulation Bangladesh : Essays on the Politics of Fertility and Reproductive Rights; Seeds of Movement: On women's Issues in Bangladesh.