মওলবি আশরাফ। লেখক, অনুবাদক ও সম্পাদক। পৈত্রিক ভিটা রাজবাড়ী জেলায়; বেড়ে ওঠা মুন্সীগঞ্জ ও ঢাকায়। পড়াশোনা কওমি মাদরাসায়, ২০১৬ সালে জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ মোহাম্মদপুর থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এরপর মা’হাদ আবুল হাসান আলী নদভীতে ‘তুলনামূলক ধর্মতত্ত্ব’ ও মারকাজুল কোরআনে ‘ইসলামি আইনশাস্ত্র’ নিয়ে পড়েন। বর্তমানে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ‘ইসলামিক স্টাডিজ’ বিভাগে পড়ছেন। তিনি বৈচিত্র্যময় কাজ করতে পছন্দ করেন। প্রধান আগ্রহ ধর্মীয় চিন্তার পুনর্গঠন, শিল্পসাহিত্য ও রাজনৈতিক দর্শনে। নন্দনতত্ত্ব ও দর্শনবিষয়ক গ্রন্থ ‘অয়ং ভয়ং রবীন্দ্রনাথং ও অন্যান্য’ (২০২৩) তার প্রথম বই। এছাড়া আরও পাঁচটি অনুবাদগ্রন্থ ও সাতটি সম্পাদিতগ্রন্থ প্রকাশ পেয়েছে। ‘যুগবয়ান’ নামে একটি ত্রৈমাসিক ম্যাগাজিন সম্পাদনা শুরু করেন। ‘মওলানা ভাসানী থেকে শাহ ওলিউল্লাহ দেহলবির চিন্তার সিলসিলা’ নিয়ে বৃহত্তর পরিসরে কাজ করার স্বপ্ন লালন করেন। তিনি বিশ্বাস করেন জ্ঞানতাত্ত্বিক লড়াই জ্ঞানতত্ত্ব দিয়েই হয়, তাই চিন্তার বিপ্লবকেই তিনি মুক্তির পথ ভাবেন।