পরিচিতিঃ মোঃ ইব্রাহিম হোসেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ২৮-১০-১৯৬৯ সালে রাজশাহী জেলায় গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমান স্থায়ী বসবাস কাদিপুর, ভাটোপাড়া, গোদাগাড়ী, রাজশাহী। তাঁর বাবা একজন সৎ সাহসী পরহেজগার ব্যক্তি ছিলেন। কিন্তু ভাগ্যক্রমে তিনি তাঁর বাবার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হোন এবং খুব ছোট বেলাতেই বাবাকে হারিয়ে ফেলেন। ফলে সংসারে দুঃখ নেমে আসে এবং অতি কষ্টে অভাব অনটনের মধ্য দিয়ে তিলেতিলে হাতে খড়ি পড়ে। তিনি সততার সাথে খুব সহজ-সরলভাবে জীবন-যাপন করেন। তিনি ১৯৯৯ সালের ৬ -ই আগস্ট রোজ শুক্রবার মোসাঃ নুরমহল খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন।
ছাত্রজীবন শৈশব থেকেই তাঁর লেখালেখির সূত্রপাত হয়। তিনি তিন হাজারেরও অধিক ছড়া-কবিতা ছন্দ মাত্রায় লিখেছেন। তাঁর লিখিত গল্প "আলোর পথের যাত্রী", দুখিনী মা "মিষ্টি প্রেমের ছোঁয়া"।
উপন্যাসঃ 'ইতি কথা', 'অভিলাষী মন' ও 'ভালোবাসার রঙ' বিশেষভাবে উল্লেখযোগ্য।
তাঁর যৌথ, সংকলন এবং একক কাব্যগ্রন্থ ও উপন্যাস মিলে প্রায় বেশ কিছু কাব্যগ্রন্থ প্রাকাশিত হয়।
তিনি 'মিষ্টি প্রেমের ছোঁয়া', 'জান্নাতের ফুল', 'স্বর্গে ফোটা ফুল', 'বিদ্রোহী কন্যা', 'রূপসী পল্লী', 'মদিনার ফুল', 'বাবা মানে বৃক্ষ ছায়া', ও 'রক্তাক্ত কারবালা' সহ আরও কিছু যৌথ কাব্যগ্রন্থও নিজেই সম্পাদনা করেন।
তাঁর প্রকাশিত প্রথম একক কাব্যগ্রন্থ 'প্রেমের সম্ভাষণ' (২০২২ ফেব্রুয়ারি )।
'ইতি কথা' (উপন্যাস,জানুয়ারি ২০২৩) এবং 'বৈচিত্র্যময় জীবন' (কাব্য,নভেম্বর ২০২৩)
'মমতাময়ী মা জননী' (কাব্য, অক্টোবর ২০২৪)
'অভিলাষী মন' (উপন্যাস) ও উদ্দীপ্ত চেতনা - (কাব্য) সেপ্টেম্বর ২০২৪ এবং 'ভালোবাসার রঙ' (উপন্যাস) ফেব্রুয়ারি ২০২৫ এ প্রকাশিত হয়।
এছাড়াও তিনি বিভিন্ন সাহিত্য সংগঠন কর্তৃক বহু সম্মাননা সনদ প্রাপ্ত হোন।
আমরা কবির সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি।