জন্ম ১০ ডিসেম্বর গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বেকাসাহরা গ্রামে। মা নিভা নন্দী একজন গৃহিণী ছিলেন। বাবা অনিল কুমার সরকার, উচ্চ মাধ্যমিক স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন। ছ’ভাই বোনের মধ্যে পঞ্চম।
গাজীপুরের শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি কলেজ থেকে একই বিভাগে এইচএসসি পাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ।
তিনি বাংলাদেশ বেতারের একজন নিয়মিত সংবাদ পাঠক ও অনুষ্ঠান ঘোষক হিসেবে মনোনীত এবং বাংলাদেশ টেলিভিশনের একজন আবৃত্তিশিল্পী । তিনি আবৃত্তি সংগঠন ‘উচ্চারণ আকাদেমি' প্রতিষ্ঠা করেন।
পেশাগত জীবনে রুমা সরকার বাংলাদেশ সিভিল সার্ভিস অফিসার। তিনি শিক্ষা ক্যাডার কর্মকর্তা, বর্তমানে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ঢাকা-এ বাংলা বিষয়ে সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত। তার লেখা মৌলিক বইয়ের পাশাপাশি সংকলিত গ্রন্থ, সম্পাদিত গ্রন্থও রয়েছে। প্রথম আবৃত্তির অ্যালবাম ‘মহাবিচারপতি' ২০১০ সালে বেরোয়। প্রকাশিত কাব্যগ্রন্থ 'কালো মেঘ শাদা বৈশাখ' ২০১০ সালে, ‘ঘাস’ ২০২০ সালে এবং ‘মুজিব চিরঞ্জীব’ ২০২০ সালে প্রকাশিত হয়।