মুহাম্মদ কামারুজ্জামান রাজনীতিবিদ, সংগঠক ও সাংবাদিক। জন্ম ১৯৫২ সালের ৪ জুলাই শেরপুর সদরের বাজিতখিলা ইউনিয়নের মুদিপাড়া গ্রামে। শেরপুর থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। ১৯৭২ সালে মোমেনশাহী নাসিরাবাদ কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ১৯৭৬ সালে মাস্টার্স সম্পন্ন করেন।
মাধ্যমিকে পড়াকালেই কামারুজ্জামান ছাত্ররাজনীতিতে সক্রিয় হন। ছাত্রশিবির ও জামায়াতে ইসলামী উভয় অঙ্গনেই তিনি শীর্ষস্থানীয় নেতা হিসেবে জাতীয় রাজনীতিতে সরব ছিলেন। ১৯৭৮-৭৯ সালে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি, ১৯৮২-৯২ সাল পর্যন্ত জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ১৯৯২-২০১৫ সাল পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্বপালন করেন।
কর্মজীবনে মুহাম্মদ কামারুজ্জামান ঢাকা ডাইজেস্ট-এর নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক সোনার বাংলা-এর সম্পাদক এবং দৈনিক সংগ্রাম-এর নির্বাহী সম্পাদক ছিলেন। রাজনীতি ও সাংবাদিকতার পাশাপাশি একজন বুদ্ধিজীবী ও লেখক হিসেবেও তিনি খ্যাতি লাভ করেন। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ ও ইসলাম, আধুনিক যুগে ইসলামী বিপ্লব, ইসলামী নেতৃত্ব, বদিউজ্জামান সাঈদ নুরসী এবং তুরস্ক, ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ প্রভৃতি।
২০১০ সালে জামায়াতের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দের সাথে কামারুজ্জামান কারাবরণ করেন। ২০১৫ সালের ১১ এপ্রিল রাত সাড়ে দশটায় তিনি শাহাদাতবরণ করেন।