দ্বীপজেলা ভোলার দৌলতখান থানাধিন চরখলিফা গ্রামে ১৯৮৯ সনে তার জন্ম। বাবা জনাব আব্দুর রহমান ‘দৌলতখান আবু আব্দুল্লাহ সরকারি কলেজে’র অবসরপ্রাপ্ত প্রধান হিসাব রক্ষক। মা গৃহিনী। দাদাজান মাস্টার আবুল বাশারের একান্ত সদিচ্ছায় বালক মাহফূযকে সাত বছর বয়সেই গ্রামের ঐতিহ্যবাহি চরখলিফা মাদ্রাসায় ভর্তি হতে হয়। সেখানের নূরানী পরিবেশে কেটে যায় শিক্ষা জীবনের বৃহদাংশ সময়। এসময় তিনি ‘ ইত্তেহাদুল মাদিরিসিল কাওমিয়া, ভোলা ’ এর অধীনে একাধিক বোর্ড পরিক্ষায় অংশগ্রহণ করেন এবং প্রতি পরিক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন। ২০১০ সালে হাটহাযারী আরবী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে দাওরায়ে হাদীস (মাস্টার্স ডিগ্রি) অর্জন করেন এবং বেফাকুল মাদিরিস আরাবিয়ার তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরিক্ষায় প্রশংসনীয় নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তির্ণ হন। ২০১২ সনে একই প্রতিষ্ঠানে দেশখ্যাত মুফতিদের তত্ত্বাবধানে ইসলামী আইন গবেষণা ও ফতওয়া অনুশীলনের মাধ্যমে ইতি টানেন প্রতিষ্ঠানিক শিক্ষাজীবনের। শুরু করেন কর্ম জীবন। নিযুক্ত হন মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিআ’ ইসলামিয়া হালীমিয়া, মধুপুর মাদ্রাসার মুহাদ্দিস পদে। একটানা আট বছর সেখানে অধ্যাপনা শেষে ভোলা জেলার চরশুভি মাদরাসার সিনিয়র মুহাদ্দিস পদে নিয়োগ পান। ২০২৩ থেকে তিনি যোগদান করেন ভোলা জেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আলজামেয়াতুল আহলিয়া ইজ্জাতুল ইসলাম চরখলিফা মাদ্রাসায়। বর্তমানে সেখানেই কর্মরত আছেন।
বাল্যকাল থেকেই আরবী ভাষার প্রতি ছিলো তাঁর অসাধারণ ঝোঁক। ফলে, আক্কাদ, তানতাবী, আলী মিঁয়া, মানফালুতি, নাজিব গিলানীসহ অনেকেরই রচিত বই পড়া হয়ে গেছে তার। আর বাংলাসাহিত্যে তার চেতনা পুস্পসামগ্র- এর মাধ্যমে। পরবর্তীতে নজরুল, সৈয়দ মুজতবা আলী, রবিন্দ্রনাথ, শরৎসহ অনেকের রচনা প্রচুর পরিমাণে পড়েছেন।
তাঁর প্রকাশিত গ্রন্থাবলীর মধ্যে রয়েছে: ১. ভারতীয় সমাজ বিনির্মাণে ইসলাম কী ভূমিকা রাখে?(অনুবাদ) ২. আমাদের ফিলিস্তিন (অনুবাদ) ৩. আমাদের অনুপম সভ্যতা ( অনুবাদ) ৪. খতমে নবুওয়াত কী ও কেনো?
৫. ঐশি বিচার (অনুবাদ) ৬. অন্য আলোয় দেখা (অনুবাদ) ৭. দশ সাহাবির কাহিনি। ৮. রহস্যঘেরা এক মহামানব; মানসুর হাল্লাজ(অনুবাদ)
৯. তিনিই শেষ নবি (অনুবাদ)
প্রকাশিতব্য গ্রন্থসমূহ
১. আমাদের মনীষা (অনুবাদ)
৩. অনুপম স্বভাব (অনুবাদ)
৪. নবিদুলালি (অনুবাদ)
৫.নবিপত্নী (অনুবাদ)
৬. বরপুত্র (উপন্যাস) অনুবাদ
৭. নারীর মর্যাদা (অনুবাদ)
৮. শায়খুল হাদিস জাকারিয়ার দামি কথা
৯. মহিলা মাদ্রাসা (অনুবাদ)
১০. মাদ্রাসার পাঠ্যসূচিতে সংস্কার (অনুবাদ)
এছাড়া তিনি সম্পাদনা করেছেন আরবী ত্রৈমাসিক পত্রিকা ‘মাজাল্লাতুল হামীদ’ ।
সম্পাদনা করেছেন বাংলা ত্রৈমাসিক পত্রিকা ইত্তেহাদ।
লিখেছেন আরবদেশের বিভিন্ন পত্রিকা ও ব্লগে। যেমন: সৌদি আরবের অনলাইন দৈনিক জারিদাতুল উম্মাহ, ফিলিস্তিনের দুনয়াল ওয়াতন, আল জাযিরা ব্লগ ইত্যাদি। পাশাপাশি মসজিদে খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।