মাকোতো শিনকাইয়ের জন্ম ১৯৭৩ সালের ৯ ফেব্রুয়ারি। একাধারে তিনি একজন অ্যানিমে ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার, লেখক, প্রডিউসার, মাঙ্গা আর্টিস্ট। এছাড়া অ্যানিমেতে কণ্ঠও দিয়েছেন। কাজ করেছেন গ্রাফিক ডিজাইনার হিসাবে। টোকিও শহরে অবস্থিত চুও বিশ্ববিদ্যালয় থেকে জাপানি সাহিত্যের ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেন।
অ্যানিমে’র জন্য জাপানিদের কাছে তিনি “নব্য হায়াও মিয়াজাকি” হিসাবে স্বীকৃত। ‘ইয়োর নেম’, ‘ফাইভ সেন্টিমিটারস পার সেকেন্ড’, ‘গার্ডেন অব ওয়ার্ডস’, ‘ওয়েদারিং উইথ ইউ’, ‘সুজুমে’--তাঁর আলোচিত সৃষ্টিকর্ম, যেগুলো উপন্যাস ও অ্যানিমে উভয় ক্ষেত্রেই বেশ সফল। কাজের স্বীকৃতিস্বরূপ জিতেছেন ‘টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অ্যাওয়ার্ড’, ‘নিক্কান স্পোর্টস ফিল্ম অ্যাওয়ার্ড’, ‘জাপান মুভি ক্রিটিক্স অ্যাওয়াড’সহ আরও কিছু পুরস্কার।
স্ত্রী চিয়েকো মিসাকা এবং কন্যা চিসে নিৎসু সাথে তিনি টোকিওতে বসবাস করছেন।