কবি, গবেষক, ঔপন্যাসিক ও ছোটোগল্পকার।
জন্ম ২ ফেব্রুয়ারি, পূর্বমজমপুর, কুষ্টিয়া।
পেশা সহযোগী অধ্যাপক ক্যান্টনমেন্ট কলেজ। বাংলা বিভাগ, আদমজী র
শিক্ষাজীবন এসএসসি কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে। এইচএসসি শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে 'তারাশঙ্করের ছোটগল্পে প্রান্তিক চরিত্রের স্বরূপ' শীর্ষক গবেষণা অভিসন্দর্ভের জন্য অর্জন করেছেন এমফিল ডিগ্রি এবং 'সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসে ইতিহাসচেতনা' শীর্ষক অভিসন্দর্ভের জন্য অর্জন করেছেন পিএইচডি ডিগ্রি।
প্রকাশিত গ্রন্থ
কাব্যগ্রন্থ: বিনি সুতোয় গাঁথা (২০১৮)
উপন্যাস: স্বপ্নঘুড়ি (২০১৪), সেতুবন্ধন (২০১৭), জল রঙের জীবন (২০১৯), অমাবস্যার ফুল (২০২২)।
গল্পগ্রন্থ: লালদিঘি ও একজন চিত্রশিল্পী (২০১৫), গহিনে দাগ (২০২০), নিঃশব্দে নির্বাসন (২০২১), কুহক (২০২৩)।
ই-মেইল:
[email protected]