জসিম মজুমদার-এর সার্টিফিকেটা নাম মো. জসিম উদ্দীন মজুমদার। তাঁর পিতা আব্দুল করিম মজুমদার আর মাতা নুর জাহান বেগম। তিনি ১৯৭৮ সালের ৮ মে নোয়াখালী জেলার সেনবাগ থানার উন্দানিয়া গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
জসিম মজুমদার বিভিন্ন সামাজিক-সাংক্সৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি বর্তমানে সহ-ছাত্রছাত্রী বিষয়ক সম্পাদক, সেনবাগ কল্যাণ সমিতি, ঢাকা, সদস্য, নোয়াখালী জেলা সমিতি, ঢাকা, প্রেসিডেন্ট, এপেক্স ক্লাব মোহাম্মদপুর শাখা, ঢাকা, সহ-সভাপতি, উন্দানিয়া বায়তুল নুর জামে মসজিদ, সেনবাগ, নোয়াখালী। নাট্যকর্মী, সেন্ট্রার ফর বাংলাদেশ থিয়েটার, ঢাকা। অভিনীত নাটক, বিটিভিতে একটি নারী মুক্তিযোদ্ধা বিষয়ক নাটিকা, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির ২০১৫ সালের ঈদ স্পেশাল পর্বে এছাড়াও দুটি মঞ্চ নাটক ও সেন্ট্রার ফর বাংলাদেশ থিয়েটারের পক্ষ থেকে কয়েকটি পথ নাটক। প্রকাশিত গ্রন্থ ৯টি।
প্রাপ্ত সম্মাননা
মহান ভাষা সৈনিক আব্দুল মতিন সম্মাননা স্মারক-২০১৪, ব্যাংক বীমা শিল্প ডাইজেস্ট বিজনেস গিল্ড এ্যাওয়ার্ড ২০১৪, স্বাধীনতার বিজয় সম্মাননা-২০১৪, বিজয় কেতন সম্মাননা-২০১৪ সহ সমাজকর্মী ও সফল সংগঠক হিসেবে বেশ কিছু সম্মাননা পেয়েছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস্ এন্ড পাওয়ারলুম ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন-এর সহকারী সচিব-এর দায়িত্ব পালন করছেন।