জন্ম ৩ ফেব্রুয়ারি ১৯৭৬ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। শৈশব কেটেছে হাবড়ায়। স্কুলজীবন কেটেছে কলকাতার পিকনিক গার্ডেনে। মডার্ন স্কুল পরে হেরম্বচন্দ্র কলেজ থেকে বাণিজ্য বিভাগে স্নাতক। ছাত্রজীবন থেকে লেখালেখির কাজে যুক্ত। ২০০৪ থেকে থেকে সাংবাদিকতার পেশায় যুক্ত। এখন 'বর্তমান' সংবাদপত্রে কর্মরত। বহু ছোট সাময়িকী পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশিত। স্বশিক্ষিত চিত্রশিল্পী হিসাবে বহু বইয়ের প্রচ্ছদ নির্মাণ। সহকর্মী, বন্ধুদের প্রভাবে মুক্তচিন্তার পথ উন্মোচিত। নেশা বই পড়া, বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ, মেহনতি মানুষের জীবনের গল্প শোনা আর নতুন কোনও জায়গায় হারিয়ে যাওয়া।