জন্ম ১৯৮০ সালের দোসরা জুন, পুরান ঢাকার সূত্রাপুরে। বেড়ে উঠেছেন নতুন ঢাকায়। ইতিহাসের প্রতি ভালো লাগা ছোটোবেলা থেকেই। লেখালেখির শুরুটাও ইতিহাসকে কেন্দ্র করেই। বিশেষ করে ঢাকার ইতিহাস। ঢাকার ইতিহাস-ঐতিহ্য নিয়ে দুই যুগেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন। সেই কাজের ধারাবাহিকতায় ঢাকার ওপর তাঁর কয়েকটি গবেষণাধর্মী বইও প্রকাশ হয়েছে। এগুলো হচ্ছে-'ঢাকার ঐতিহাসিক নিদর্শন' (২০০৬), ঢাকার কোচোয়ানরা কোথায়' (২০০৭) এবং 'ড'য়লির ঢাকা' (২০০৯)। এর বাইরেও প্রকাশ হয়েছে ইতিহাসের মজার সব ঘটনা নিয়ে বই 'ঘটনা সত্যিই' (২০১২)। এছাড়াও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশিত দুই প্রকাশনা 'ঢাকাই খাবার' (২০১০) এবং 'ঢাকা কোষ' (২০১০)তেও রয়েছে তাঁর বেশ কয়েকটি প্রবন্ধ।
শিশুদের জন্যও গল্প লিখছেন তিনি। প্রকাশ হয়েছে চারটি শিশুতোষ গল্পের বই।
স্নাতকোত্তর করেছেন ইতিহাস নিয়ে। পেশায় সাংবাদিক। দুই দশকের বেশি সময় ধরে আছেন এই পেশায়। কাজ করেছেন দৈনিক ইত্তেফাক, দৈনিক আজকের কাগজ, দৈনিক প্রথম আলো, দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল এবং সাপ্তাহিক ২০০০-এ। এখন মফস্বল সম্পাদক হিসেবে কাজ করছেন দৈনিক কালের কণ্ঠে। সম্প্রতি লেখালেখির পাশাপাশি ইতিহাস নিয়ে তথ্যচিত্রও তৈরি করছেন রিদওয়ান আক্রাম।