সোমা মুখোপাধ্যায় পেশাদার সাংবাদিক। আড়াই দশকেরও বেশি এই পেশার সঙ্গে যুক্ত। কাজ করেছেন একাধিক সংবাদপত্র ও টিভি চ্যানেলে। বর্তমানে ‘আনন্দবাজার পত্রিকা’য় ‘কলকাতা’-র চিফ রিপোর্টার। স্বাস্থ্য ও মানবাধিকার তাঁর সবচেয়ে পছন্দের বিষয়। আম জনতার স্বাস্থ্য পরিষেবা পাওয়ার অধিকার, ডাক্তার-রোগী সম্পর্কের সমীকরণ, ক্যানসার রোগী ও পরিবারের লড়াই নিয়ে তাঁর একাধিক বই রয়েছে। বেড়ানোর নেশা প্রবল। এ ছাড়া অবসর কাটে গান শুনে, বই পড়ে আর প্রিয় পোষ্য তকাই-এর পরিচর্যায়।