শাহাদাত হুসাইন। ১৯৯৪ সালের ৭ই ডিসেম্বর লক্ষীপুর জেলার বশিকপুর গ্রামে জন্ম। শৈশব ও কৈশোর কাটে গ্রামে। প্রাতিষ্ঠানিক পড়ালেখা শুরু হয় দত্তপাড়া কিন্ডারগার্টেনে। এরপর দত্তপাড়া আলিম মাদরাসায় ক'বছর লেখাপড়া করেন। ২০০৬ সালে ঢাকায় এসে তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়ায় অধ্যয়ন শুরু করেন। ২০০৯ সালে ঢাকায় অবস্থিত বাংলাদেশের ঐতিহ্যবাহী জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসায় ভর্তি হয়ে ২০১৮ সালে তাকমীল (দাওরায়ে হাদিস) সম্পন্ন করেন আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ শিক্ষাবোর্ডে পরীক্ষার মাধ্যমে। ২০১৯ সালে তাফসিরুল কুরআন-এর ওপর তাখাসসুস করেন মারকাজুল উলূম আল-ইসলামিয়া, ঢাকায়। লেখালেখির মাধ্যমে কর্মজীবন শুরু হয়। বর্তমানে সম্পাদনার দায়িত্ব পালন করছেন। জীবিকা নির্বাহের তাগিদে লেখালেখির বেশ কয়েকটি শাখায় কাজ করলেও তাঁর মূল আগ্রহ মৌলিক কাজে। সহজ সরল ও শাণিত নির্মাণ শৈলী তার রচনার প্রাণ। প্রতিনিয়ত তিনি লেখার উন্নতিতে কাজ করছেন। গঠনমূলক সমালোচনাকে তিনি সম্মান করেন। 'হুজুরনামা' তার প্রথম প্রকাশিত উপন্যাস।