পিতা: মরহুম হাসমত আলী
মাতা: রেহানা আক্তার
জন্ম: ১৮ই অক্টোবর, ১৯৭৯ ইং। পৈতৃক আদি নিবাস কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলাধীন জগদ্বল গ্রামে। তবে লেখকের পিতামহ পরবর্তী কালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে বাড়ি করে সেখানেই স্থায়ী হয়ে যাওয়ায় এটিই তাদের স্থায়ী ঠিকানা হিসেবে বেশি পরিচিতি লাভ করে। এখন তিনি কিশোরগঞ্জ শহরেই বসবাস করছেন। বাবা ছিলেন ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। তিনি স্বাধীন চেতনার মানুষ হিসেবে পছন্দের পেশা হিসেবে বেছে নিয়েছেন সাংবাদিকতাকে। দীর্ঘদিন থেকে তিনি এ পেশায় নিয়োজিত রয়েছেন। বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বর্তমানে তিনি বণিক বার্তা ও ঢাকা ট্রিবিউন পত্রিকায় কর্মরত। দেশ স্বাধীনের পর তার বাবা আবার চাকরিতে যোগদান করলে সেই সুবাদে দেশের বিভিন্ন স্থানে বেড়ে উঠেছেন। কৈশোর থেকেই শুরু হয় তার লেখালেখি। স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্র-পত্রিকায় দীর্ঘদিন থেকে তিনি নিয়মিত লিখছেন। এখন তার কবিতা, ছড়া, ছোটগল্প, গান ও ভ্রমণকাহিনিগুলোও পাঠকমহলের কাছে অত্যন্ত সমাদৃত হয়ে উঠেছে। ২০১১ ইং সাল থেকে তিনি বাংলাদেশ টেলিভিশন ও পরে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার। আঞ্চলিক পর্যায়ের নানা অনুষ্ঠানে পরিবেশিত হয় তার রচিত ও সুরারোপিত গান। বর্তমানে মুশফিকুর রহমানের বিভিন্ন বিষয়ের ওপর একাধিক গ্রন্থ প্রকাশের অপেক্ষায় রয়েছে।
আশা করি লেখকের প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থের মতো ‘জীবনের প্রয়োজনে’ও ব্যাপকভাবে পাঠকপ্রিয়তা অর্জন করবে। পাশাপাশি এই বইয়ের কবিতাগুলো হয়তো একদিন হতেও পারে আগামীর আলোক-বর্তিকা।