আমি মহিউদ্দিন খালেদ। আমার জন্ম কক্সবাজার শহরে উনিশ শ চুয়াত্তর সালে। আব্বা, আম্মা, এবং আট ভাইবোনের খুব সাধারণ রক্ষণশীল মধ্যবিত্ত পরিবারে নানান রকম দুঃখ এবং মাঝে মাঝে কিছু কিছু দুঃখ জয়ের সুখ দেখতে দেখতে আমি বড় হয়েছি। পড়াশোনায় বেশি ভাল না হলেও অনেকটুকু পড়াশোনা করে ফেলেছি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী নিয়ে বর্তমানে প্রকৌশল পেশায় আছি।
লেখালেখিটা শুধু শখ নয়। লেখালেখি করে আমি গভীর আনন্দও পাই না। বলা যায়, গভীর বেদনা পাই! কারণ যে অন্ধকারগুলোকে আমরা পাশ কাটিয়ে যেতে চাই, যে অন্যায়গুলোকে নানান রকম অযৌক্তিক ব্যাখ্যা দিয়ে আমরা ন্যায় বলে প্রতিষ্ঠিত করে ফেলি, তারপর সমাজে প্রতিষ্ঠিত সেই সব অন্যায় মানুষের অমিত সম্ভাবনাকে গলা টিপে মেরে ফেলবার পরও যেভাবে আমরা সেই অন্যায়ের সাফাই গেয়ে সভ্যতার কফিনে শেষ পেরেকটুক ঠুকে দেই, বেশিরভাগ সময় আমার লেখালেখির উপজীব্য হিসেবে শেষ পর্যন্ত সেরকম কিছুই উঠে আসে এবং লেখার সময় এবং লেখার পরে তীব্র একটা বেদনাই আমি অনুভব করি।
ইতোপূর্বে আমার 'সোনালী জলের মায়ায়' এবং 'বুকের কিতাব' নামে দু'টো ছোটগল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। ২০১৫ সাল এবং ২০১৮ সালের বাংলা একাডেমি একুশে বইমেলায়। বই খুব একটা বিক্রি না হলেও খুব অল্প সংখ্যক পাঠক যারা লেখাগুলো পড়েছেন তাদেরকে আমার লেখাগুলো স্পর্শ করেছে বলে মনে হয়েছে এবং তারা আমাকে লেখালেখি চালিয়ে যেতে উৎসাহিত করেছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ।