ড. সুলতান মাহমুদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। দেশি-বিদেশি পত্রিকায় নিয়মিত কলাম লেখেন। ইতোমধ্যেই জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ে প্রায় সহ¯্রাধিক কলাম লিখেছেন। গবেষণা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ইনস্টিটিউট অবপ্রফেশনাল স্টাডিজ’ এর চেয়ারম্যান হিসেবে নিয়োজিত রয়েছেন। উক্ত গবেষণা প্রতিষ্ঠান থেকে নিয়মিত প্রকাশিত পিয়ার রিভিউড জার্নাল Development Compilation (উন্নয়নসংকলন) এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন শুরু থেকে। তাঁর সম্পাদনায় উক্ত জার্নালের ১৮টি সংখ্যা প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক স্বীকৃত দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ৪০টি। বাংলাদেশের রাজনীতি, মুক্তিযুদ্ধ, উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয় নিয়ে এ পর্যন্ত তাঁর রচিতও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৯টি। জন্ম পাবনায়।