জন্ম মুক্তিযুদ্ধের দু বছর আগে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বি.এ. (অনার্স) ও এম.এ.। Juan Rulfo and Latin American Magic Realism শীর্ষক গবেষণার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি.। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান।
প্রকাশিত গ্রন্থ: 'দাতব্য কবিতালয়' (কাব্য) ও 'চরিতাভিধান: রাজাপুরের গুণী ও বিশিষ্টজন'।