মনুষ্যত্ববোধের কবি জাফর পাঠান সমসাময়িক কবিদের মধ্যে অন্যতম এক নাম। তার প্রতিটি কবিতায় মনুষ্যত্ব, শান্তি ও বিবেকবোধ জাগৃতির প্রেরণা দৃঢ়ভাবে গ্রন্থিত। অশান্তি, ক্ষমতার দম্ভ, সাম্রাজ্যবাদী আগ্রাসন, রাজনৈতিক অস্থিতিশীলতা, অপমৃত্যু ও দেশপ্রেমের অভাবের মতো বিষয়গুলো তার চিন্তা-চেতনায় যে গভীর প্রভাব ফেলে, তা তার কবিতার নিগূঢ়ে প্রবেশ করলেই অনুভূত হয়। তার বিশ্বাস, বিবেকজাগ্রত কোনো মানুষ অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না।
'দুর্বহ দুর্দিন' কবি জাফর পাঠানের অষ্টম প্রকাশিত কাব্যগ্রন্থ। তার প্রথম কাব্যগ্রন্থ 'দ্রোহের দহন' ২০১৪ সালে প্রকাশিত হয়। এরপর ২০১৫ সালে 'নাবুদের নাদ', ২০১৬ সালে 'অগ্নিবাণ', ২০১৭ সালে 'মুষ্টিবদ্ধ হাত', ২০১৮ সালে 'মুক্ত খাঁচার বন্দি পাখি', ২০১৯ সালে 'একমুঠো ক্ষোভ' এবং ২০২০ সালে প্রকাশিত হয় 'বারুদের চাষ' কাব্যগ্রন্থ।
কবি জাফর পাঠান ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য (ডিইউজে) রেজি. নং-বি-৮২৯, জাতীয় প্রেসক্লাব।
কবি জাফর পাঠান জাতীয় দলের খেলোয়াড় ছিলেন। তিনি একজন দক্ষ তীরন্দাজ। খেলোয়াড়ি জীবনে জাতীয় দলের পক্ষে ভারতে অনুষ্ঠিত দ্বিতীয় 'সাউথ এশিয়ান অ্যারচারী চ্যাম্পিয়নশিপ-২০০৮' টুর্নামেন্টে দুটি আন্তর্জাতিক ব্রোঞ্জ পদক অর্জন করেন। তিনি ঢাকার আদি বাসিন্দা। তার পিতা মুক্তিযোদ্ধা ফখরুদ্দিন আহমেদ, মাতা মনোয়ারা বেগম।