মুরাদুল ইসলাম একজন লেখক, ক্রিটিক, বিজ্ঞাপন প্রযুক্তি বিশেষজ্ঞ এবং চিন্তক। সিলেটে জন্ম নেওয়া মুরাদুল বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং পলিটিক্যাল বিজ্ঞাপন কৌশল নিয়ে কাজ করেন।
তার লেখায় উঠে আসে মানুষের জীবন, সমাজ, রাজনীতি এবং দর্শনের নানা দিক। তিনি গল্প, উপন্যাস এবং প্রবন্ধের মাধ্যমে মানুষের অভিজ্ঞতা, সামাজিক বাস্তবতা এবং অস্তিত্বের প্রশ্নগুলোকে তুলে ধরতে, ও বিশ্লেষণ করতে পছন্দ করেন।
উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে "মার্চ করে চলে যাওয়া একদল কাঠবিড়ালী", "এখানে জাদু শেখানো হয়", "নিমাত্রা পীরছাব ও অন্যান্য গল্প", "জাদুকরের কেবিন থেকে" এবং "কতো শতো মুখ"।
তিনি তার ওয়েবসাইট, এবং সাবস্ট্যাক নিউজলেটারে সাইকোলজি, সাহিত্য, দর্শন, ফিল্ম ও টেকনোলজি বিষয়ে নিয়মিত লেখা প্রকাশ করে থাকেন।