জিল্লুর রহমান শুভ্র, জন্ম ১২ অক্টোবর, ১৯৬৪ ইং; নওগাঁ জেলার ধামইর হাট থানার ইশবপুর ইউনিয়নের অন্তর্গত রাংগাল ঘাট গ্রামে। আজন্ম দরিদ্রতা তার মাথার উপর খড়গ হয়ে অবলীলায় শাসন করেছে। তদুপরি শৈশবে স্বচক্ষে দেখেন ১৯৭১-এর দানবীয় নৃশংসতা। এই নৃশংসতার মধ্যেই বাবাকে হারিয়ে বিপর্যয়ের চূড়ান্ত সুখ অনুভব করেন তিনি। কিন্তু জীবন থেমে থাকেনি। বিভিন্ন অভিঘাতের সংবেদনশীল ক্রিয়া-প্রতিক্রিয়ার মধ্য দিয়ে অতিক্রম করেছেন জীবনের জটিল পথ।
স্কুলজীবনে ছিলেন অসম্ভব মেধাবী ছাত্র, কলেজে গিয়ে জড়িয়ে পড়েন বাউণ্ডুলেপণায়; ফলে লেখাপড়ার গতি হয় ব্যাহত। কলেজবন্ধুরা তাকে হিরো-হিরো বলে ক্ষেপাত। হিরো হওয়ার উদগ্র বাসনা তাকে তাড়া করে বুনো ষাঁড়ের মতো। ফলে উচ্চাভিলাষী ষড়যন্ত্রের ফাঁদে পা দেন তিনি। পালিয়ে আসেন ঢাকায়। বিপরীত জীবনের নোনতা স্বাদ গ্রহণে বাধ্য হন তিনি। বদল করেন একের পর এক পেশা। জড়িয়ে পড়েন বিভিন্ন অপরাধ কর্মে। পূর্ণ করেন পাপের ষোলকলা; তবে কোথাও থিতু হননি তিনি। দৌড়ের উপর থেকেও লিখে গেছেন দিস্তার পর দিস্তা। সেসব লেখা ছাইভস্ম হলেও লেখার বীজ তার সৃজনশীল মনোভূমিতে মুকুলিত হয়েছে তখন থেকেই।
অ্যাগোরাফোবিয়া ও আত্মশ্লাঘায় নির্মোহ এই লেখক আজ অব্দি লিখে যাচ্ছেন অবিরাম। বাংলা ও ইংরেজি দু ভাষাতেই লিখেছেন। The God of Love & Fallen Leaves, The Dark Moon, A Creative Killer, Bible of Love & Obscurity লন্ডনের Olympia Publishers থেকে প্রকাশিত হয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক ঢাউস উপন্যাস ’চন্দ্রদাহ’ ও কবিতার বই ’ঝাউপাতার ঝাঁপতাল’ প্রকাশিত হয়েছে পুণ্ড্র প্রকাশন থেকে। অনুপ্রাণন প্রকাশন থকে প্রকাশিত হয়েছে গল্পগ্রন্থ ঘোড়ামুখী (মে-২০২৫)