মিনতি বসাক একজন প্রাজ্ঞ শিক্ষক ও বহুমাত্রিক সাহিত্যিক। তাঁর জন্ম টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলার নলসুধা গ্রামে। পিতা প্রয়াত বলরাম বসাক এবং মাতা প্রয়াত কিরণ বালা বসাক। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রির পাশাপাশি বিএড ডিগ্রিও অর্জন করেছেন। পেশাগতভাবে তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়, এনায়েত নগর, ফতুল্লা, নারায়ণগঞ্জ-এ শিক্ষকতা করছেন।
সাহিত্যের প্রতি তাঁর নিবেদন বহুপ্রজ। ছড়া, গল্প, কিশোর কাব্য ও স্মৃতিচারণায় তিনি তাঁর সৃষ্টিশীলতার পরিচয় দিয়েছেন। ২০১৩ সালে প্রকাশিত ছড়াগ্রন্থ ঘুম জাগানো পাখি দিয়ে তাঁর সাহিত্যিক আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে সাদা পরী কালো পরী (২০১৫), এক পাঁজরে দুই রং (২০১৬), জল ডাহুকের পদ্ম (কিশোর কাব্য), দূর পাহাড়ে ফুলের ঘ্রাণ (২০১৯) এবং উত্তরায়ন থেকে দক্ষিণায়ন (স্মৃতিচারণ, ২০২১) — এই গ্রন্থগুলোয় তিনি মানুষের আবেগ, সমাজবাস্তবতা, শৈশবের স্বপ্ন এবং স্মৃতির দীপ্ত ছায়া তুলে ধরেছেন।
তাঁর লেখায় অনুপম আবেগ, হৃদয়গ্রাহী ভাষা ও সমাজচেতনার সন্নিবেশ দেখা যায়। শিক্ষকতা ও সাহিত্যচর্চার মধ্য দিয়ে মিনতি বসাক আমাদের সমাজ ও সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন এক নিরব, অথচ দৃঢ়তায় পূর্ণ সাধনায়।