আবদুস সেলিম (সেপ্টেম্বর ১৯, ১৯৪৫) সাহিত্য জগতে মূলত নাটক ভাষান্তর কর্মে ব্যাপৃত। তাঁর অনূদিত মোট নাটকের সংখ্যা উনিশ-যার সব ক'টিই বাংলাদেশের মধ্যে সফলভাবে অভিনিত। এ ছাড়া ষাট ও সত্তর দশকের নির্বাচিত বাংলা কবিতার ইংরেজি অনুবSelected Poems from Bangladesh এবং মেট্রন্ট ব্রেশট-এর কবিতার অনুবাদ সংকলন 'ববিতা'। বিচ্ছিন্নভাবে যুগপৎ বাংলা/ইংরেজিতে অনুবাদ ও বিভিন্ন গ্রন্থ সংকলন ও পত্র-পত্রিকায় প্রকাশও করেছেন বোর্হেস, ফুয়েন্তেস, পাজ-এর প্রবন্ধ এবং কিংসলে অ্যামিস, জন সিলকিন, মায়া অ্যাঞ্জেলু টেড হিউস, জন বেটজামেন, চিনুয়া অ্যাচেবে, আর, কে. নারায়ণ, পাবলো নেরুদা, শওকত আলী ও আবদুল মান্নান সৈয়দ-এর কবিতা, ছোট-গল্প ও স্মৃতিকথা। আবদুস সেলিম সফল মঞ্চ নাটক অনুবাদ কর্মের স্বীকৃতি হিসেবে শহীদ মুনীর চৌধুরী স্মৃতি পদক ও জাপান-এর উচিমুরা পুরস্কারে ভূষিত।