আহমেদ ফারুক মীর—প্রকৃত নাম মোঃ ফারুক আহমেদ—বাংলা কাব্যসাহিত্যের এক নিরব অথচ নিবেদিত প্রাণ। জন্ম ২৬ মার্চ ১৯৮৬ সালে, চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার বায়তুল ইজ্জতে। তাঁর পৈতৃক নিবাস ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা গ্রামে। পিতা মোঃ নজরুল ইসলাম ও মাতা মোসাঃ জাহানারা বেগমের গর্বিত সন্তান আহমেদ ফারুক মীর লেখালেখির পাশাপাশি একাডেমিক পরিসরে নিজেকে সক্রিয়ভাবে যুক্ত রেখেছেন।
ছাত্রজীবনের শুরু কুতুবা মডেল সেকেন্ডারি স্কুল থেকে, যেখানে তিনি ২০০৪ সালে এসএসসি এবং পরে ২০০৬ সালে বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। ভোলা সরকারি কলেজ থেকে অনার্স সম্পন্ন করে বর্তমানে তিনি ঢাকা সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্সে অধ্যয়নরত। পেশাগতভাবে একজন শিক্ষার্থী হলেও, তিনি একাধারে কবি, চিন্তক ও সমাজসংবেদনশীল লেখক।
তাঁর কাব্যগ্রন্থ "অবিন্যস্ত আলোকরেখা" প্রকাশিত হয় ২০১৩ সালের অমর একুশে বইমেলায় সাহিত্যের প্রগতিশীল প্রকাশনা সাহিত্যদেশ-এর ব্যানারে। বইটি পাঠক মহলে প্রশংসিত হয় তার ভাবগম্ভীর প্রকাশভঙ্গি ও আধুনিক কাব্যচেতনার জন্য।
প্রকাশিত গ্রন্থ:
• অবিন্যস্ত আলোকরেখা (কাব্যগ্রন্থ, সাহিত্যদেশ, ২০১৩)
এছাড়া গুগল সার্চ, জাতীয় গ্রন্থকেন্দ্রের রেজিস্ট্রার এবং সাহিত্যদেশ প্রকাশনীর প্রকাশনা তালিকায় অন্য কোনো গ্রন্থের উল্লেখ পাওয়া যায়নি। অতএব, এখন পর্যন্ত প্রকাশিত একক গ্রন্থ ‘অবিন্যস্ত আলোকরেখা’-কেই তার মৌলিক সাহিত্যকর্ম হিসেবে ধরা যায়।
ব্যক্তিগত ও সাহিত্যিক দৃষ্টিভঙ্গি:
আহমেদ ফারুক মীরের লেখায় বাস্তবতা, সম্পর্ক, একাকিত্ব এবং অন্তর্দহন—এই উপাদানগুলো বড় হয়ে ওঠে। তার কবিতায় আধুনিক জীবনবোধ ও দর্শনপ্রবণতা পাঠকের কাছে এক গভীর আত্মসন্ধানের উপলক্ষ এনে দেয়। নতুন প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে তিনি বাংলা কবিতার ধারায় নীরব এক অবদান রেখে চলেছেন।
বাংলা সাহিত্যে তাঁর দীর্ঘ ও সফল অভিযাত্রা কাম্য।