আলী রেজা। একাডেমিক নাম মো. আব্দুর রশিদ। টাঙ্গাইল জেলাধীন ভূঞাপুর উপজেলার বরকতপুর গ্রামে ১৯৭৭ খ্রিস্টাব্দের ১ ফেব্রুয়ারি জন্ম। পিতা মো. বন্দে আলী ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মাতা রওশন আরা গৃহিণী। সাত ভাই ও দুই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ আলী রেজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি লাভ করেন যথাক্রমে ১৯৯৬ ও ১৯৯৭ খ্রিস্টাব্দে। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ খ্রিস্টাব্দে লাভ করেন এমফিল ডিগ্রি। বর্তমানে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি (সেশন ২০২১-২০২২) গবেষক।
পেশা: অধ্যাপনা।
প্রকাশিত কবিতাগ্রন্থ: স্বপ্নরাঙা চোখ (প্রথম প্রকাশ ২০০৭), দ্বিতীয় সংস্করণ ২০২০।
উপন্যাস: এতোদিন কোথায় ছিলে (২০০৮); যৈবতী কন্যার মন (২০০৮); প্রেমসুখ প্রেমদুঃখ (২০০৮)।
গবেষণাগ্রন্থ: শরৎসাহিত্যে মানবতাবাদ (২০১৮)।
প্রবন্ধগ্রন্থ: সাহিত্যে ব্যক্তি ও সমাজ (২০১৯); সাহিত্য ও মুক্তির সংগ্রাম (২০২১)।
সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ততা
সভাপতি: স্বরবৃত্ত আবৃত্তি সংসদ, ভূঞাপুর, টাঙ্গাইল।
সদস্য সচিব: যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, ভূঞাপুর উপজেলা শাখা।
সাংগঠনিক সম্পাদক: বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইল জেলা শাখা।
সাংগঠনিক সম্পাদক: ভূঞাপুর কেন্দ্রীয় সাহিত্য সংসদ, ভূঞাপুর।
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), টাঙ্গাইল জেলা শাখা।
আজীবন সদস্য: প্রিন্সিপাল ইবরাহীম খাঁ পাঠাগার, ভূঞাপুর।
সদস্য: সম্মিলিত সাংস্কৃতিক জোট, ভূঞাপুর।
সদস্য: পুষ্পকলি প্রতিবন্ধি বিদ্যালয়, ভূঞাপুর।
সদস্য: দুর্নীতি প্রতিরোধ কমিটি, ভূঞাপুর উপজেলা শাখা।
পুরস্কার ও সম্মাননা: লেখাপ্রকাশ সাহিত্য পুরস্কার ২০১৭; বাংলাদেশ কবি-লেখক ফোরাম সম্মাননা ২০১৭; নবদিগন্ত সাহিত্য পুরস্কার ২০১৭; টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার ২০২১;
e mail: alirezaphilo @gmail.com