মারুফা সুলতানা খান হীরামনি একজন সমকালীন কবি ও লেখক। তিনি সাহিত্যাঙ্গনে হীরামনি নামে লেখালেখি করে থাকেন। তাঁর লেখায় প্রেম ও অ-প্রেম, স্মৃতি, বিচ্ছেদ, নীরবতা, মানবিক সম্পর্ক এবং জীবনের সূক্ষ্ম অনুভব গভীর কাব্যিক অথচ সাবলীল ভাষায় প্রকাশ পায়। অনুভূতির সংযত প্রকাশ, সুস্পষ্ট বর্ণনা এবং পাঠকের সঙ্গে নীরব সংলাপ স্থাপন তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য।
হীরামনির প্রকাশিত কাব্যগ্রন্থ অ-প্রেমের স্বীকারোক্তি–এর ইংরেজি অনুবাদ Confession of Non-Love তিনি নিজেই করেছেন, যা তাঁর ভাষাগত দক্ষতা ও সাহিত্যবোধের পরিচয় বহন করে। পাশাপাশি তাঁর স্মৃতিকথাধর্মী ভ্রমণকাহিনি বড়বেলার স্কুলজীবন–এ দক্ষিণ কোরিয়ায় পড়াশোনাকালীন অর্জিত শিক্ষা, পর্যবেক্ষণ ও জীবনবোধ সংবেদনশীল দৃষ্টিতে উপস্থাপিত হয়েছে।
পেশাগত জীবনে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি গবেষণায় আগ্রহী এবং সাহিত্যচর্চাকে মননের বিস্তার, চিন্তার শৃঙ্খলা ও জীবনের অভিজ্ঞতার অনুভবকে শিল্পিত রূপ দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখেন। তাঁর লেখায় মানবিক মর্যাদা, ব্যক্তি-অধিকার ও সামাজিক সচেতনতার বিষয়গুলো সূক্ষ্মভাবে প্রতিফলিত হয়। কবিতা, গদ্য, স্মৃতিকথা ও ভাবনামূলক লেখাসহ সাহিত্যের বিভিন্ন ধারায় তিনি নিয়মিত ও সচেতনভাবে পদচারণা করে চলেছেন।