জনাব মোঃ নজরুল ইসলাম কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার লাডুচো গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দিঘীর পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, দেবিদ্বার, কুমিল্লা থেকে শিক্ষা জীবন শুরু করেন। এরপর ২০০৮ সালে কে. এস. কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও থেকে SSC পরীক্ষা এবং ২০১০ সালে চান্দিনা আর. এ. বিশ্ববিদ্যালয় কলেজ, চান্দিনা, কুমিল্লা থেকে HSC পরীক্ষায় উত্তীর্ণ হন। সর্বশেষ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে BBA এবং MBA ডিগ্রি লাভ করেন। ক্যারিয়ারের শুরুতে তিনি বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), প্রধান কার্যালয়, আড়াইহাজার, নারায়ণগঞ্জে সহকারী পরিচালক পদে প্রায় দুই বছর চাকুরি করেন। অতঃপর ৪০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে তিনি BCS (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করেন (মেধাক্রম ৩)। তিনি বর্তমানে প্রভাষক (হিসাববিজ্ঞান) পদে চিওড়া সরকারি কলেজ, কুমিল্লায় কর্মরত আছেন। শিক্ষা সেক্টর তাঁর পছন্দের একটি ক্ষেত্র। শিক্ষার্থীবান্ধব শ্রেণিকক্ষ ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য তিনি কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে হিসাববিজ্ঞান শিক্ষার পদ্ধতি
সহজকরণে তিনি অবদান রাখতে চান।