রকমারিতে স্বাগতম!
Customer Care:
Hotline: 16297 (9 AM to 8 PM, Saturday to Thursday)
[email protected]
Become a seller:
[email protected]
Corporate Sales:
01708166238 (Whatsapp)
[email protected]
(E.g. Pharmaceuticals, Banks, Insurances & other Corporate Houses)
Retailer:
01708166185 (Whatsapp)
[email protected]
Address:
2/1/E, Eden Center, Arambag, Motijheel, Dhaka-1000
Email Us:
[email protected]
Ratings
৳0
৳400
0%
15%

ড. উম্মে সালেমা বেগম ২০১২-২০২০ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০১০-২০১২ সালে মিরপুর, রূপনগরের রাজধানী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সহকারী আবাসিক শিক্ষক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ এর খণ্ডকালীন শিক্ষক ছিলেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ২৬ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে তিনি বাংলাদেশের শিক্ষা উন্নয়নে একজন নিবেদিত প্রাণ ও উদ্যমী কর্মী। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের জিরানীবাজারের সোনালী পল্লীতে অবস্থিত এইনজল গার্ডেন গার্লস স্কুলের প্রতিষ্ঠাতাদের একজন। ভবিষ্যতের অগ্রদূতদের জন্য প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন- চিন্তা ও লেখালেখিতে নিজেকে নিয়োজিত করেছেন তিনি।
মাদারীপুরে জন্ম গ্রহণকারী ড. উম্মে সালেমা বেগম শিক্ষা লাভ করেন 'স্থানীয় পৌরসভা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়' 'ডনোভান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়', এবং 'নাজিমুদ্দিন মহাবিদ্যালয়' থেকে। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি এ (অনার্স) ও এম এ ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিষয়ে দ্বিতীয় এম এ ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি ডিগ্রি লাভ করেন। তিনি দুই সন্তানের জননী- লিয়ানা ইসলাম, সাবেক প্রভাষক, পদার্থ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাফেদ মোহাম্মদ ইয়াসির, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারা উভয়ে বতর্মানে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে আছেন। একমাত্র পুত্রবধূ মৌমিতা আসাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে আছেন)। ড. উম্মে সালেমার স্বামী ড. মোহাম্মদ নুরুল ইসলাম নাজেম (প্রয়াত) ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং একজন খ্যাতিমান নগর পরিকল্পনাবিদ।
(Showing 1 to 2 of 2 items)

