মানবিকতা, সাহিত্য আর সৃজনশীলতার এক অনন্য নাম মো: সোহাগ। ১৯৮৬ সালের ২৯ জানুয়ারি কুমিল্লা জেলার বুড়িচং থানার রাজাপুর ইউনিয়নের ভবেরমুড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। পিতা মো: আনোয়ার হোসেন ও মাতা মোসাঃ বিউটি আক্তারের স্নেহধন্য এ সন্তান শৈশব থেকেই ছিলেন জ্ঞানপিপাসু। বই ছিল তাঁর নিত্যসঙ্গী, আর সেই বইপ্রেমই একসময় রূপ নেয় লেখালেখির অনুরাগে।
জীবনের পথে তিনি শুধু সাহিত্যেই নয়, মানবিক কাজেও নিজেকে নিবেদিত করেছেন। মানুষের কল্যাণকেই জীবনদর্শন মনে করে তিনি প্রতিষ্ঠা করেছেন "শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন"। তিনি এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দেশব্যাপী মানবতার আলো ছড়িয়ে দিচ্ছেন।
দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জনক। পারিবারিক দায়িত্ব, সাহিত্যচর্চা ও মানবিক সেবাকে একসূত্রে গেঁথে তিনি চলেছেন এগিয়ে যাওয়ার নিরন্তর পথে।
মো: সোহাগ বিশ্বাস করেন- "মানুষের সেবাই জীবনের সার্থকতা।" তাই তিনি সকলের কাছে দোয়াপ্রার্থী, যেন তাঁর কলম ও কর্ম দুটিই মানুষের মঙ্গলের আলো ছড়াতে পারে।
প্রকাশিত গ্রন্থাবলি
প্রেমাঞ্জলি- কাব্যগ্রন্থ (২০১৯)
সোনালি দিনের অপেক্ষায় আছি- কাব্যগ্রন্থ (২০২২)
শতরূপে শতরূপা- আত্মজৈবনিক গল্পগ্রন্থ (২০২৩)
মানবতার ফেরিওয়ালা মোজাম্মেল হোসেন মোল্লা-জীবনচরিত গ্রন্থ (২০২৩)
মানবিকমনা মোহাম্মদ মোমেন মিয়া-জীবনচরিত গ্রন্থ (২০২৩)
মানবতায় অমরতা- প্রবন্ধগ্রন্থ (২০২৫)
মানবতার কান্ডারী মোহাম্মদ ইলিয়াছ হুছাইন-জীবনচরিত গ্রন্থ (২০২৫)