রকীবুল হকের জন্ম ঝিনাইদহ সদর উপজেলার কোলা গ্রামে। অধ্যক্ষ সিরাজুল হক ও রহিমা খাতুনের দ্বিতীয় সন্তান তিনি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করেছেন স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে। সে সময় থেকেই বিভিন্ন ধরণের বই ও পত্র-পত্রিকা পড়ার পাশাপাশি লেখালেখির আগ্রহ জন্মায় তার। বিভিন্ন মাসিক পত্রিকায় মতামত প্রকাশের মধ্য দিয়ে তার লেখার হাতেখড়ি।
১৯৯৯ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর লেখালেখির আগ্রহের পূর্ণতা পায় সাংবাদিকতা শুরুর মধ্য দিয়ে দিয়ে। সে সময় বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় দৈনিকের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিনি। একইসঙ্গে নেতৃত্ব দিয়েছেন সাংবাদিক সমিতির। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষে রাজধানী ঢাকায় পেশাগত জীবন শুরু হয় সাংবাদিকতায়। বেশ কয়েকটি পত্রিকায় তিনি স্টাফ রিপোর্টার হিসেবে নানা ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কাজ করছেন আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে। পেশাগত উন্নয়নের জন্য তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাংবাদিকতার বিভিন্ন বিষিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ভ্রমণ করেছেন বিশ্বের বেশ কয়েকটি দেশ।