গোপাল রায়
মানুষের বন্ধু বই আর প্রকৃতির বন্ধু গাছ নিয়ে নিরলসভাবে কাজ করে চলা উদ্যমী ও স্বপ্নবাজ তারুণ্যের নাম গোপাল রায়। শিক্ষা ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন 'সবার পাঠশালা'র মাধ্যমে এখন অবধি কুড়ি হাজার বৃক্ষ রোপণ করেছেন আর পাড়ায় পাড়ায় লাইব্রেরি গঠনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বই পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করে চলছেন। এমন কাজের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক সংস্থা ওআইসি এবং বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে পেয়েছেন পুরস্কারও।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্প কলার ইতিহাস বিভাগে পড়ালেখার পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকাগুলোতে লেখালেখি করে চলছেন নিরলসভাবে। সম্পাদনা করছেন 'হৃদয় হরণ' ও 'কাদামাটি' নামের দুটি সাহিত্য ছোটো কাগজ।
গাঁয়ের ছেলে চাষা পুত্র পরিচয়ের এই তরুণ কবি নীলফামারী জেলা, ডোমার উপজেলার নয়ানী বাগডোকরা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা জয়হরি রায় ও মা সুমিত্রা রানী'র তিন সন্তানের মধ্যে তিনিই জ্যেষ্ঠ।
তার প্রথম কাব্যগ্রন্থ 'দ্বিবীজপত্রী অপুষ্পক যতিচিহ্নের স্মৃতিকাল' ২০২৩ সালে প্রকাশিত হয়। 'কার্বাইন কার্তুজ' তার দ্বিতীয় কাব্যগ্রন্থ।