ওয়ালিদ আহমেদ একজন লেখক, উপস্থাপক ও আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা। তার ছেলেবেলা কেটেছে ঢাকায়। শিক্ষা জীবনে তিনি ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর (এম. এ) সম্পন্ন করেন। তার পেশাগত যাত্রা শুরু হয় ২০১২ সালে। দীর্ঘ ৮ বছরের বেশি সময় ধরে তিনি এশিয়ান রেডিও, রেডিও একাত্তরসহ বিভিন্ন রেডিও স্টেশনে রেডিও জকি, স্ক্রিপ্ট রাইটার, অনুষ্ঠান প্রযোজক, পরিচালক এবং অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তিতে চ্যানেল নাইন, বাংলা টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে তিনি উপস্থাপক ও নির্দেশক হিসেবে কাজ করেছেন। টিভি অনুষ্ঠান নির্দেশনা, নাটক এবং চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তিনি গান লেখেন।
কবিতা ও গানের প্রতি তার গভীর ভালোবাসা। দেশ ও দেশের বাইরের নানা প্রকাশনা প্রতিষ্ঠানে অ্যালবাম এবং চলচ্চিত্র মিলিয়ে এপর্যন্ত তার শতাধিক গান প্রকাশ পেয়েছে। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের ফাহমিদা নবী, ইমরান, ন্যান্সী, কণা সহ আরও অনেক জনপ্রিয় শিল্পী। উপমহাদেশের গুণী শিল্পী উদিত নারায়ণ, জাভেদ আলী, অনিন্দ্য চ্যাটার্জী এবং রূপঙ্কর বাগচীর মত শিল্পীরাও তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন। ওয়ালিদ আহমেদ তার কবিতা, গান এবং চলচ্চিত্রের মাধ্যমে মানুষের আবেগ, অনুভব ও জীবনবোধ তুলে ধরতে চান।