জাহিদ অন্তু। বগুড়া জেলা সদরের নওদাপাড়ায় তার জন্ম। তিনি জয়নাল আবেদীন এবং সুমি বেগম দম্পতির ঘর আলোকিত করে আসা এক সূর্য সন্তান।
বাল্যকাল থেকে সুরের মোহনা এবং কালো কালিকাতে নিজেকে আঁকতে বেশ পছন্দ করতেন। ছোটবেলা থেকে হাতে খড়ি কাগজ কলমে স্বস্তি মিলতো তার। খুব করে ইচ্ছা হতো বুক সেলফের এক কোণে তার একটি সৃষ্টি রাখার। তিনি কিন্তু শিল্প হওয়ার আগে একজন কলম সৈনিক। কিন্তু তিনি নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করতেন । তবে সময়ের পালাবদলে, যুগের চাহিদায় প্রকাশ হচ্ছে তার প্রথম উপন্যাস “প্রণয়িনী”
প্রণয়ের সুর বাজবে তবে নতুন উদ্যমে নতুন সুরে।
তার সুরে মাতোয়ারা হওয়া মানুষগুলো এবার তার লেখনীর মাধ্যমে বিমোহিত হবে বলে আশা ব্যক্ত করি। পাঠক নতুন কিছু পেতে চলছে তবে।
পাঠকপ্রিয় হোক “প্রণয়নী”
জেনে রাখা ভালো— জাহিদ অন্তু” কণ্ঠশিল্পী এবং লেখকের পাশাপাশি (অ্যামেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুলের) একজন সফল শিক্ষক ও
গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক ক্লাবটির জি.এস, সহ ব্যবসার সাথে জড়িত আছেন।
সব শেষে দোয়া ভালোবাসা রইলো লেখক এবং তার সৃষ্টির জন্য। সামনে আরো নতুন কিছুর আবদার রইলো তবে!