কবি আবুল হাশেম ১৯৮৬ খ্রিষ্টাব্দের ৫ই অক্টোবর পাবনা জেলার সুজানগর উপজেলার বোনকোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত আবুল কাশেম এবং মাতা খুকী খাতুন। শৈশব থেকেই প্রতিভাবান এই কবির প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয় ৫৭ নং বোনকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২০০২ খ্রিষ্টাব্দে এসএসসি পাশ করেন।
পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা সম্পন্ন করেন। ২০১০ খ্রিষ্টাব্দে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন, 2019 সালে তিনি LL.B Honors পাশ করেন, বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে মেইনটেন্যান্স ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
কবির লেখালেখির শুরু হয় হাইস্কুলে পড়াকালীন সময়ে- বন্ধুদের উৎসাহে। কর্মজীবনের ব্যস্ততায় দীর্ঘদিন লেখালেখি থেকে দূরে থাকলেও, করোনাকালীন সময়ে মানুষের দুঃখ-কষ্ট কাছ থেকে দেখে তিনি আবার কবিতায় ফিরে আসেন। তাঁর প্রথম কাবিতার বই 'ভালোবাসার রঙ' ২০২২ খ্রিষ্টাব্দের একুশে বইমেলায় প্রকাশিত হয়। বইটি পাঠকমহলে বেশ সাড়া ফেলে। 'সমীকরণ' তাঁর দ্বিতীয় কবিতার বই।
কর্মজীবনের পাশাপাশি তিনি লেখালেখি চালিয়ে যাচ্ছেন। সমাজ ও জীবনের বিভিন্ন দিক নিয়ে কবিতা রচনা করছেন, যা তাঁর কবিতায় গভীরভাবে প্রতিফলিত হয়।