গবেষণা? শুনলেই অনেকের মনে ভেসে ওঠে বড়বড় বইয়ের স্তূপ, কঠিন পরিসংখ্যান, আর শুধুই বিদ্বানদের কাজ। লেখক সেই পুরোনো ধারণাটাকে বদলাতে চেয়েছেন। তাঁর চোখে গবেষণা মানে—জ্ঞান খোঁজার রোমাঞ্চ, বাস্তব জীবন বোঝার চেষ্টা, আর নিজেকে প্রতিনিয়ত প্রশ্ন করা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক ব্যবসায় ডিগ্রি নেওয়ার পর তিনি একটি আর্থিক ও নীতিনির্ধারণী প্রতিষ্ঠানে পেশাগত অভিজ্ঞতার ভাণ্ডার গড়ে তুলেছেন। তিনি দেশ ও দেশের বাইরে—ইন্ডিয়া ও নেপাল— থেকে প্রশিক্ষণ নিয়েছেন। কিন্তু তাঁর ভেতরের কৌতূহলী মন থেমে থাকেনি। এরপর জাপানে পাড়ি—বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, নতুন সংস্কৃতি, নতুন ভাবনা, আর এক নতুন ভালোবাসা—গবেষণা। পড়াশোনার মাঝেই তিনি বুঝলেন—গবেষণা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের সঙ্গে, সমাজের সঙ্গে, এমনকি নিজের সাথেও এক গভীর সংলাপ। তাঁর অভিজ্ঞতা শুধু ক্লাসরুমে নয়; নাগাসাকি থেকে হোক্কাইডো পর্যন্ত ঘুরে বেড়ানো, মানুষের সঙ্গে কথা বলা, মাঠে নেমে তথ্য সংগ্রহ—সব মিলিয়ে তিনি হয়ে উঠেছেন এক ‘রিসার্চ ট্রাভেলার’। আর সেই যাত্রার গল্পই ধরা পড়েছে তাঁর বইয়ে—‘গবেষণার অ আ ক খ – গবেষক হয়ে ওঠার গল্প’ (The ABCs of Research: Journey to Becoming a Researcher)। ‘গবেষণার অ আ ক খ – গবেষক হয়ে ওঠার গল্প’ বইটি শুধু গবেষণার কৌশল শেখায় না, বরং লেখকের নিজের গবেষণা শেখার অভিজ্ঞতা ভাগাভাগি করে সাধারণ ছাত্রছাত্রীদের মনে সাহস জোগায়। যারা জানেন না কোথা থেকে শুরু করবেন, যারা ভয় পান ‘আমি কি পারব?’—তাদের জন্য এই বই এক পথপ্রদর্শক। যারা শূন্য থেকে শুরু করতে চান, গবেষণার পথে হাঁটতে চান, কিংবা শুধু জানতে চান ‘গবেষণা আসলে কী?’—তাঁদের জন্য এই বই হতে পারে এক অসাধারণ অভিজ্ঞতা, যেখানে গবেষণার পথ দেখানো হয়েছে গল্প, অভিজ্ঞতা আর মজার কথোপকথনের মাধ্যমে।