আহম্মদ ফয়েজ একজন পেশাদার সাংবাদিক।
বর্তমানে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সিনিয়র সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। জন্ম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া গ্রামের একটি ব্যবসায়িক পরিবারে। তার দাপ্তরিক নাম ফয়েজ আহম্মদ।
লেখালিখির প্রতি গভীর আগ্রহের কারণে স্কুলজীবনেই তিনি স্থানীয় সংবাদপত্রের সঙ্গে কাজ শুরু করেন। পানপাড়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করার পর ধানমন্ডি আইডিয়াল কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন তিনি। এরপর স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন।
আহম্মদ ফয়েজ বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই সক্রিয় সাংবাদিকতায় যুক্ত হন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে যুক্ত হবার আগে তিনি ইংরেজি দৈনিক নিউ এইজ-এর বিশেষ প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রভিত্তিক বেনার নিউজ-এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক আমাদের সময়, সাপ্তাহিক বুধবার, দৈনিক মানবকণ্ঠ এবং পাক্ষিক তারকালোক-সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। ১৮ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দেশের প্রায় প্রতিটি গণ-আন্দোলন সরাসরি কভার করেছেন। পেশাদারত্ব, অভিজ্ঞতা এবং লেখালিখির প্রতি একনিষ্ঠতা তাকে সাংবাদিকতার জগতে বিশেষভাবে পরিচিত করেছে।