আবু ইউসুফ জন্মেছেন নরসিংদীর বেলাবোতে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে Applied Chemistry and Chemical Technology তে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে ২০০৪ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেকচারার পদে যোগদান করেন। তারপর তিনি ২০১০ সালে ইতালির University of Naples Federico II থেকে Chemical Engineering এ পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর প্রাথমিক গবেষণার বিষয় Biorefinery, Bioenergy, Bioremediation এবং বর্জ্য-থেকে-শক্তি উৎপাদন। তিনি Web of Science এবং SCOPUS ইন্ডেক্সড জার্নালে ৫০ টিরও বেশি গবেষণাপত্র এবং ১৩টি Book Chapter প্রকাশ করেছেন। তাঁর সম্পাদিত ৩ টি বই সায়েন্টিফিক পাবলিশার Elsevier থেকে প্রকাশিত হয়েছে এবং তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক জার্নালের সম্পাদকীয় বোর্ড সদস্য হিসেবেও কাজ করছেন।
বর্তমানে ড. ইউসুফ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Chemical Engineering and Polymer Science বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্বে তিনি মালয়েশিয়ার 'Universiti Malaysia Pahang'-এ Engineering Technology অনুষদের সিনিয়র লেকচারার পদে কর্মরত ছিলেন। তিনি এখন স্পেন, ইংল্যান্ড, ইতালি ও ভারতের গবেষকদের সাথে Renewable Energy নিয়ে গবেষণা করছেন।
ড. ইউসুফ ভালোবাসেন গবেষণা শিখতে ও শিখাতে। তিনি স্বপ্ন দেখেন একটি ব্রিলিয়ান্ট বাংলাদেশের, যেখানে নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করবে, সম্পদ আহরণ ও ব্যবস্থাপনা করবে, পরিবেশ বান্ধব টেকনোলজি উদ্ভাবন করবে। "To build a brilliant Bangladesh" এ লক্ষ্যে তিনি গড়েছেন Bangladesh Research and Innovation Society (BRIS), যার মাধ্যমে তৈরি করতে চান হাজারো গবেষক।