আমি আবরার জাহিন, ক্র্যাকল্যান্ড এর লেখক এবং আর্টিস্ট। ছোট বেলা থেকে ছবি আঁকি। আমি Cartoon Network, Toonami, এবং Nickelodeon দেখে বড় হয়েছি, আমার বয়সীদের মতোই। তবে, অন্যরা যখন শুধু এই শোগুলো উপভোগ করছিল, আমি তখন নিজের গল্প ও চরিত্র দিয়ে এমন শো বানানোর স্বপ্ন দেখছিলাম। তাই, ব্র্যাক ইউনিভার্সিটি তে "ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং" -এ ভর্তি হওয়ার পর, আমি সিদ্ধান্ত নিই যে আমি কমিক ও অ্যানিমেশন শিল্পে কাজ করতে চাই। যাই হোক, আশা করি আপনাদের প্রথম ভলিউমটি পড়ে ভাল লেগেছে । পরবর্তী chapter লেখা নিয়ে আমি ভীষণ উৎসাহী, কারণ সেগুলো আরও দুর্দান্ত হতে চলেছে।। তাই Crackland-এর সবাইকে, শক্ত হয়ে বসে থাকো; মজা এখনো শুরুই হয়নি!