রকমারিতে স্বাগতম!
Customer Care:
Hotline: 16297 (9 AM to 8 PM, Saturday to Thursday)
[email protected]
Become a seller:
[email protected]
Corporate Sales:
01708166238 (Whatsapp)
[email protected]
(E.g. Pharmaceuticals, Banks, Insurances & other Corporate Houses)
Retailer:
01708166185 (Whatsapp)
[email protected]
Address:
2/1/E, Eden Center, Arambag, Motijheel, Dhaka-1000
Email Us:
[email protected]
Ratings
৳0
৳500
0%
30%

খাজা ওসমান ফারুকী (খাজাজী) —জন্মগ্রহণ করেন বন্দরনগরী চট্টগ্রামের এক ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত পরিবারে। শৈশব থেকেই তিনি বেড়ে উঠেছেন এক গভীর আধ্যাত্মিক পরিবেশে, যেখানে ধর্ম, নৈতিকতা ও মানবপ্রেম ছিল জীবনের অবিচ্ছেদ্য অংশ।
আত্মার আলোকযাত্রী ও প্রকৃতিপ্রেমী খাজা ফারুকী মননচর্চা, ধ্যান ও ধর্মচিন্তায় নিবিষ্ট। তিনি লেখার চেয়ে পড়ায় অধিক অনুরাগী এবং দৃশ্যপটের নেপথ্যে থেকে কাজ করাকেই সাধনা মনে করেন। তাঁর কাছে পৃথিবী নামক এই নীল গ্রহটি এক জীবন্ত ক্যানভাস—যার প্রতিটি রং ও রেখা তিনি আত্মার চোখে অনুভব করেন। দেশ-বিদেশে ভ্রমণের মাধ্যমে তিনি মানুষ ও প্রকৃতির মর্মস্পর্শী সংযোগ অনুধাবন করেন।
মানবজাতির দুঃখবোধ ও আত্মিক যন্ত্রণাকে উপলব্ধি করাই সুফিসাধকদের অন্যতম লক্ষ্য। তারা কণ্টকাকীর্ণ ও অগ্নিপথ অতিক্রম করে অনন্ত প্রেমের নির্মল ঝরনাধারার সন্ধান পান। খাজা ফারুকী সেই ঝরনাধারার এক অক্লান্ত অনুসন্ধানী—অন্তরে তীব্র আত্মদহন, অথচ বহিরঙ্গে প্রশান্ত, নির্মোহ, নিশ্চল ও দৃঢ়প্রতিজ্ঞ আত্মার সত্যসন্ধানী।
চলমান বাস্তবতার কঠিন পর্দার আড়ালে তিনি অনুভব করেন মানুষের অন্তর্জগতের বন্দিত্ব, যেখানে মুক্তির আকাঙ্ক্ষায় আত্মা ছটফট করে। এই গভীর উপলব্ধিই তাঁকে মুক্তির পথ অনুসন্ধানে অনুপ্রাণিত করেছে।
বিশ্বব্যাপী সুফি সংস্কৃতি, চেতনা ও ঐতিহ্যকে পুনরুজ্জীবিত ও বিস্তৃত করার প্রয়াসে খাজা ফারুকী নিজেকে নিবেদিত করেছেন। একজন একনিষ্ঠ সুফি মিশনারি হিসেবে তিনি সুফিতত্ত্ব, আধ্যাত্মিক মনোবিজ্ঞান ও ধ্যানবিজ্ঞানের উপর গভীর গবেষণা পরিচালনা করছেন। সুফি মেডিটেশন মাস্টার হিসেবে তিনি উদ্ভাবন করেছেন Sufi Meditation Method, যা আধুনিক ও ঐতিহ্যিক সুফি ধ্যানপথের এক সৃজনশীল সমন্বয়।
তিনি আধ্যাত্মিক ও গবেষণামূলক সাময়িকী ‘সুফিনামা’-এর সম্পাদক ও প্রকাশক। তাঁর আলোচিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে ‘সুফি মেডিটেশন’, ‘আত্মার বিজ্ঞান’, এবং ‘আত্মার নকশা’—যেগুলো সুফি সেন্টার থেকে প্রকাশিত।
খাজা ফারুকী প্রতিষ্ঠা করেছেন Sufi Spiritual Foundation, যা বিশ্বব্যাপী সুফি দর্শন, গবেষণা, এবং আধ্যাত্মিক শিক্ষা প্রসারে কাজ করছে। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, সুফি চেতনার আলোকে মানবতার পুনর্জাগরণের এক নতুন দিগন্ত নির্মাণে নিয়োজিত।
(Showing 1 to 4 of 4 items)
Product in stock
৳379



