সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কবি ও লেখক মোহাম্মদ শেখ শাহিনুর রহমান ১৫ মে, কিশোরগঞ্জ জেলার এক জ্ঞানপিপাসু ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কবি ও লেখক মোহাম্মদ শেখ শাহিনুর রহমান। প্রযুক্তি ও সাহিত্য—দু’টি ভিন্ন জগৎকে একসূত্রে গেঁথে নেওয়া এই প্রতিভাধর দ্যা হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি আন্তর্জাতিক সফটওয়্যার কোম্পানি SoftInc-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি তাঁর সাহিত্যপ্রেম ও গভীর মানবিক চিন্তা তাঁকে করে তুলেছে এক স্বতন্ত্র কবি ও লেখক। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অপরিচিতা’ পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। এরপর একে একে প্রকাশিত হয় তার বহু প্রশংসিত গ্রন্থ— ‘মৃত্যু অথবা তুমি’, ‘আত্মা’, ‘ব্রিজ দ্য গ্যাপ’, ‘মাস্টার জাভা’, ‘ফ্লাটার’, এবং বাস্তবমুখী ক্যারিয়ারবিষয়ক গাইডবুক ‘ক্লায়েন্ট হান্টিং মাস্টারি অন লিংকডইন’। প্রযুক্তির পরিশীলন ও কবিতার গভীরতা—এই দুই প্রান্তকে একত্রে ধারণ করে তিনি নির্মাণ করছেন এক নতুন বর্ণময় পথ, যেখানে যুক্তি ও কল্পনার সহাবস্থান ঘটেছে অপূর্ব ব্যালান্সে।