লেখক টাংগাইলের এলাসিন কুঠি বাড়িতে জন্মগ্রহণ করেন। চার ভাই আর তিন বোনের মধ্যে সবার ছোটো তিনি। পিতা হামিদুর রহমান ছিলেন স্বাধীনতার টাংগাইলের প্রথম পৌর চেয়ারম্যান। মাতা রোকেয়া বেগম ছিলেন সমাজ সেবিকা।
১৯৮৩ সালে সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন লাভ করেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএ (পাস) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) হতে প্রকৌশল বিভাগে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিইউপি থেকে যথাক্রমে এমবিএ ও মাস্টার ডিগ্রি অর্জন করেন। দেশে ও বিদেশে তিনি উচ্চতর সামরিক ও বেসামরিক বিষয়ে পড়াশোনা ও প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়াও তিনি কুয়েত এবং সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সুনামের সাথে কাজ করেছেন।
২০১৪ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান। পরবর্তীতে তিনি বিজিবি'র ওয়েলফেয়ার ট্রাস্টের মহাব্যবস্থাপক ছিলেন। তিনি সোলার পাওয়ার নিয়ে বিশেষভাবে গবেষণা করেন এবং দেশের বিভিন্ন এলাকায় এর প্রসারের কাজে সম্পৃক্ত ছিলেন। বর্তমানে তিনি ব্যবসা ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত আছেন।