ডেভিড ডিওপের দ্বিতীয় উপন্যাস অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক। বিশ্বব্যাপী সমাদৃত উপন্যাসটি ২০২১ সালে পেয়েছে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। এছাড়া রয়েছে ফ্রান্সের দশটি বড় পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায়; পেয়েছে প্রি গঁকুর দো লিসেন্স, সুইস প্রি আহমাদু-কুরুমা, ইতালির স্ত্রেগা ইউরোপিয়ান প্রাইজ। ডেভিড ডিওপ আফ্রিকান ঐতিহ্যের প্রথম ফরাসি লেখক যিনি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন। অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক প্রথম প্রকাশ পায় ২০১৮ সালের ১৬ আগস্ট ফ্রান্সে; ফরাসি ভাষায় বইটির নাম ফ্রোর দাম (সোেল ব্রাদার), ফরাসি থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন গ্রিক-আমেরিকান কবি, লেখক ও অনুবাদক আন্না মস্কোভাকিস। ইংরেজি থেকে এখানে বাংলায় অনূদিত হয়েছে।
১৯৬৬ সালের ২৪ ফেব্রুয়ারি প্যারিসে জন্মগ্রহণ করেন ডেভিড ডিওপ। তার মা ফরাসি, বাবা সেনেগালিজ। ফ্রান্সের পাউ বিশ্ববিদ্যালয় থেকে অষ্টাদশ শতকের ফরাসি ও ফ্রাঙ্কোফোন আফ্রিকান সাহিত্যে বিশেষজ্ঞ। ৫ বছর বয়সে সেনেগালে যান। ১৮ বছর বয়সে ফিরে আসেন ফ্রান্সে। সরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেন। এখন তিনি পাউ বিশ্ববিদ্যালয়ে কলা, ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান। তার প্রথম উপন্যাস ২০১২ ও তৃতীয় উপন্যাস ২০২১ সালে প্রকাশিত হয়।