হযরত ওসমান (রাঃ)-এর মাতৃকুলের বংশ পরিচয়
হযরত ওসমান (লাঃ)-এর মাতৃকুলের বংশ-আবদে মানাফের পুত্র আবদে শামস, তাঁর পুত্র হাবীব, তাঁর পুত্র রাবীয়াহ্, তাঁর পুত্র কুরাইজ, তাঁর কন্যা আরওয়া। এভাবে পঞ্চম পুরুষে এসে আবদে মানাফের মাধ্যমে হযরত ওসমান (রাঃ)-এর বংশধারা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম-এর সাথে মিলে যায়। হযরত ওসমান (রাঃ)-এর নানী বাইয়া উম্মুল হাকীম হযরত আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিবের সহোদরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম-এর ফুফু ছিলেন।
মাতৃকুলের দিক থেকে তিনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটাত্মীয় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুই কন্যাক পর পর তাঁর সাথে বিয়ে দেবার কারণে তাঁকে যুন্নুরাইন বলা হয়।