আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
নিবিড় খুব হতাশ। কদিন আগে তৌহিদ মামার সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। কতগুলো নদী দেখা হল রাস্তায়। কিন্তু মামা একটা নদীরও নাম বলতে পারে না। নদীগুলোর কোথায় জন্ম হল কোথায় কোথায় তারা ঘুরে বেড়ায় একটা কিছু বলতে পারেন না। এদিকে নিম্মি আপু কিন্নরী আপু, বড়মামার সঙ্গে গিয়ে কর্ণফুলী নদী দেখে এলো। ওরা এখন নদীটা সম্পর্কে কতকিছু জানে। ওরা আবার ফন্দি এঁটেছে। ধলেশ্বরী নদী দেখতে যাবে। নিবিড়ের ভয় যদি ওরা ওকে সঙ্গে না নেয়। কিন্নরীর শুরু হয়ে গেছে ঘ্যানর ঘ্যানর। বাবা তুমি কবে নিয়ে যাবে আমাদের? প্লিজ তাড়াতাড়ি নিয়ে চল! রাত নেই দিন নেই। বাবার কাজের বারোটা বেজে গেছে। কারণ কিন্নরীর ফোনের অত্যাচার। অগত্যা বাবা বললেন, ঠিক আছে তোমরা যদি উত্তর দিতে পারো ধলেশ্বরী কোন নদীর শাখা নদী তবে আগামী শনিবার নিয়ে যাবো। নিম্মি আর কিন্নরীর ঘুম হারাম হয়ে গেল। যাকে পাচ্ছে তাকেই জিজ্ঞেস করছে ধলেশ্বরী কোন নদীর শাখা নদী। ওদের বেহাল অবস্থা হতে হতে কিন্নরীর বাবা ঝামেলার কাজগুলো সেরে ফেলে। শনিবার এসে গেল-কিন্তু উত্তরের দেখা নেই।