ইসলাম উত্তম চরিত্র ও সুন্দর গুণাবলির আধার। বিশ্বনবী হজরত মােহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এসব চরিত্র ও সুন্দর গুণে গুণান্বিত ছিলেন। তিনি তাঁর উম্মতকে শুধু নামায-রােয, হজ-যাকাতের শিক্ষা-ই দেননি; বরং উত্তম চরিত্রের শিক্ষাও তিনি প্রদান করেছেন। তাঁর হাতেগড়া মুসলমানগণ ছিলেন ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান। মানুষ। উত্তম চরিত্র ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। উত্তম চরিত্রের অধিকারী হওয়া ব্যতীত একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হতে পারে না। নবীজি বলেছেন, আল্লাহ আমাকে উত্তম চরিত্র ও সুন্দর কর্মসমূহের পরিপূর্ণতাদানের লক্ষ্যে প্রেরণ করেছেন। আল্লাহর সকল সৃষ্টির যাবতীয় হক আদায় করা, ছােটোদের স্নেহ করা, বড়ােদের সম্মান করা, সব মানুষকে নিজের হাত ও পায়ের কষ্ট থেকে নিরাপদ রাখা, ধোঁকা না দেওয়া, খেয়ানত করা, সত্য বলা, মিথ্যা না বলা, হিংসা না করা ইত্যাদি এসব হলাে উত্তম চরিত্র। জগতের মানুষগুলােকে এসব চরিত্রে চরিত্রবান করে তােলার জন্য আল্লাহ তাঁর রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। হাদীছে নবীজি উত্তম চরিত্রাবলির বিস্তারিত বিবরণ প্রদান করেছেন। এতদ্বিষয়ে কোনাে আলােচনা-ই তিনি বাদ রাখেননি। উপমহাদেশের প্রথিতযশা আলেমে দীন মাওলানা আশেকে এলাহী বুলন্দশহরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রবিষয়ক সেই হাদীছগুলাের সহজ-সরল তরজমার পাশাপাশি প্রয়ােজনীয় ব্যাখাও প্রদান করেছেন । বিষয়ের গুরুত্ব বিবেচনায় আমরা বইটির বাংলা তরজমা বাংলাভাষী পাঠক-পাঠিকাদের হাতে তুলে দিলাম । মহান আল্লাহর সমীপে আমরা বইটির কবুলিয়াত কামনা করছি।
মাওলানা আশেক এলাহী বুলন্দশহরী (রহ.) ছিলেন উপমহাদেশের অন্যতম শ্রদ্ধাভাজন আলেম, প্রখ্যাত মুফাসসির, হাদীস ও ফিকহ বিশারদ এবং একজন সুফি লেখক। তাঁর জন্ম ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বুলন্দশহর জেলায়। বুলন্দশহর থেকেই তাঁর নামের শেষে "বুলন্দশহরী" যুক্ত হয়েছে। তিনি বিখ্যাত দারুল উলুম দেওবন্দ থেকে শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে পাকিস্তানের করাচি শহরে হিজরত করেন। সেখানে তিনি দীর্ঘদিন জামিয়া উলুম ইসলামিয়া, বানুরি টাউন-এ শিক্ষকতা করেন এবং বহু ছাত্রকে আলোকিত করেন। মাওলানা আশেক এলাহী (রহ.) তাঁর সুগভীর জ্ঞান, প্রাঞ্জল ভাষা ও সহজবোধ্য উপস্থাপনায় ইসলামী জ্ঞানভাণ্ডারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি মূলত হাদীস, তাফসীর, ফিকহ ও আত্মশুদ্ধিমূলক বিষয়ের ওপর বিশুদ্ধ আকীদাভিত্তিক বহু মূল্যবান গ্রন্থ রচনা করেছেন।