খায়রুল আলম সবুজের গল্প-উপন্যাসে বাংলার নদীকেন্দ্রিক মানুষের জীবন নানাভাবে উঠে আসে। মন্তাজ গায়েনও সেই নদীভিত্তিক জীবনের কাহিনী। এ বইয়ের প্রতিটি গল্পেই নদীজনপদের সাধারণ মানুষের জীবন-জীবিকা, প্রেম, প্রত্যাশা, হাহাকার ও হৃদয়ের ক্ষরণ লেখকের ভাবনায় অনন্যভাবে ফুটে উঠেছে। তাঁর পূর্বের প্রকাশিত গল্পগ্রন্থ- স্বর্ণলতার বৃক্ষ চাই, বুড়োবট ও শকুন, পবিত্র ও আড্ডাবাজ কয়েকজন; এগুলোর ধারাবাহিকতায় বর্তমান গ্রন্থের গল্পগুলি আরও আন্তরিক ও হৃদ্য ভাষা-ভাবনায় ঋদ্ধ। বইটি পাঠকদের কাছে নিঃসন্দেহে সমাদৃত হবে বলে আমাদের বিশ্বাস