Category:রচনা সংকলন ও সমগ্র
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
প্রথম সফল কমিউনিস্ট পার্টি হিসেবে বলশেভিক পার্টির রয়েছে এক ঐতিহাসিক স্বীকৃতি। বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব এই বলশেভিক পার্টির নেতৃত্বেই রাশিয়ায় সংঘটিত হয়েছিল, মহান অক্টোবর বিপ্লব নামে যা ঐতিহাসিক স্বীকৃতি পেয়েছে। বিশ্ব প্রলেতারিয়েতের মুক্তির লক্ষ্যেই এই বিপ্লব সংঘটিত হয়েছিল, যা বিংশ শতাব্দীর এক স্মরণীয় ঘটনা।
১৯১৭-এর ফেব্রুয়ারি মাসে জার শাসিত রাশিয়ায় রাজতন্ত্র উচ্ছেদের মধ্য দিয়ে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয়েছিল, যেখানে কমিউনিস্ট, বুর্জোয়া ও পেটি বুর্জোয়া সকল দলেরই অংশগ্রহণ ছিল, কিন্তু অক্টোবর বিপ্লব তখনকার রাশিয়ায় কমিউনিস্ট পার্টি বলে স্বীকৃত বলশেভিক পার্টির একক নেতৃত্বেই সম্পন্ন হয়েছিল। ১৮৯৮-এ প্রতিষ্ঠিত রুশ সোশ্যাল-ডেমোক্রাটিক লেবার পার্টি' আরএসডিএলপি থেকে বলশেভিক পার্টি গড়ে ওঠে, যেখানে লেনিনই ছিলেন প্রধান পথপ্রদর্শক, রূপকার। একটি বিপ্লবী মার্কসবাদী পার্টি হিসেবে আরএসডিএলপি গঠনের ক্ষেত্রে তো বটেই, বলশেভিক পার্টি গড়ে ওঠার ক্ষেত্রেও আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন শক্তিশালী সহায়ক ভূমিকা রেখেছিল।
Report incorrect information