জাদুর পেন্সিল
এ খন আর কী করবে, সাত পাঁচ ভেবে পুচ্চিটা পেন্সিলটাকে বাড়ি নিয়ে গেল। পুচ্চিটার নাম- 'সিনহা'। সে পেন্সিলটারও একটা নাম দিল। সে তার নাম দিল- 'ঋত্বিক'। ঋত্বিক সিনহাকে বলল, 'তুমি কি আমার বন্ধু? তুমি কি আমার বোন?' সিন্হা বলে, 'আমি তোমার বন্ধু।'
ঋত্বিকের খুব যত্ন করে সিনহা। ঋত্বিক 'সিনহার' বাসাতেই আস্তে আস্তে বড় হতে থাকে। একদিন সিন্হা স্কুলে গেছে। সে স্কুলে গিয়ে দেখে তার পেন্সিল বক্সটাই আনতে ভুলে গেছে। সিন্হা ক্লাসের অন্য মেয়েদের কাছে একটা পেন্সিল চাইতেই সবাই বলল, তাদের কারো