২০১৪ সালে গাজায় ইসরাইলি হামলার প্রেক্ষাপটে লেখা ৩১টি কবিতা। একটি শিশু বা কিশােরের কণ্ঠের মনােলগ ধাচে লেখা হলেও কবিতাগুলাে সভ্যতার নানা সঙ্কটকে আঙুলি নির্দেশ করেছে। কবিতাগুলাের কোথাও গাজা বা ইসরাইলের নাম উচ্চারণ না করেই যুদ্ধে আক্রান্ত জীবনের অস্তিত্ব সঙ্কটের নানা প্রশ্ন ছুড়েছে দুনিয়ার ক্ষমতার কেন্দ্রে থাকা মানুষগুলাের দিকে। কবিতাগুলাে সুইডিশ। অনুবাদে সুইডেনের পত্রপত্রিকায় প্রকতি হয়েছে। ইংরেজি, আরবি, হিব্রুসহ নানা ভাষায় অনূদিত হয়েছে এবং হচ্ছে।