আজই শেষদিন! শেষ হচ্ছে বই ও পণ্যে ৭০% পর্যন্ত ছাড়! বছরের সেরা ডিল, রকমারি ক্লিয়ারেন্স সেল, ২০২৫
Related Products
Product Specification & Summary
একচোখা মানুষের আজব এক গ্রহ। সে গ্রহের সবারই একটি করে চোখ। চোখটি ঠিক কপালের মাঝখানে। গ্রহটির নাম টিউটল। টিউটল আসলে বড় কোনো গ্রহ নয়। ওখানকার আকাশ হলদে রঙের। মাটির রঙ ধবধবে সাদা। উদ্ভিদ প্রাণী আছে পর্যাপ্তই। গাছপালা, প্রাণীকূল ছোট ছোট। গাছের পাতা বিচিত্র রঙের। দেখলে মনে হবে বুঝি সারা গাছেই ফুল ফুটে আছে। আসলে ওগুলো ফুল নয়। গাছের পাতা। বর্ণিল পাতা। টিউটলে চতুস্পদী প্রাণী আছে কেবল সাত প্রকার। ওদেরও একটি করে চোখ। কপালের মাঝখানে টর্চের মতো জ্বলজ্বলে চোখ। একেক জাতের প্রাণীর গায়ের রঙ আবার একেক রকম। ওখানকার নদীর জল সাদা। লালচে পাহাড়। পাখপাখালি যা আছে সবই রংধনুর সাত রঙে রঙিন। বড়ই অদ্ভুত জগৎ টিউটল, তাই না? টিউটলের রহস্যময় মজাদার কাহিনী জানতে হলে পড়তে হবে জসীম আল ফাহিম-এর বিজ্ঞান কল্পকাহিনীÑ টিপটিপি ও টিউটিউ।